ইউনিয়ন পরিষদে মসজিদ র্নিমান শেষে শুভ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান এস,এম গোলাম আজম।
আজ নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে র্নিমান শেষে মসজিদের শুভ উদ্বোধন করা হয় । যা নির্মাণে ব্যয় হয় (প্রায় ছয় লক্ষ টাকা)
মসজিদের র্নিমান কাজে অর্থ দিয়ে সহায়তা করেছেন মুহাম্মদ ইমাজ উদ্দীন প্রামানিক মাননীয় এম,পি মহাদয় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী ও তার ছেলে মুহাম্মদ সুজ-উদ দৌলা প্রামানিক বিল্পব এবং আত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম গোলাম আজম
উদ্বোধন মাহফিলে উপস্তিত ছিলেন এস,এম গোলাম আজম চেয়ারম্যান ১৪ নং বিষ্ণুপুর ইউপি,মোঃ মোস্তাফিজুর রহমান অধ্যক্ষ দাসপাড়া আলিম মাদরাসা, আব্দুল মান্নান সুপার চকইরি নারায়ন দাখিল মাদরাসা, মোঃ রাজু আহামদ আজাদ উপাধ্যক্ষ চকপ্রসাদ ইসলামিয়া আলিম মাদরাসা নওগাঁ, মোঃ খোরশেদ আলম উপাধ্যক্ষ দাসপাড়া আলিম মাদরাসা, মোঃ আব্দুল লতিফ মৃধা প্রধান শিক্ষক চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ সালাম ইউপি সদস্য, মোঃ আজিজ ইউপি সদস্য, মোঃ তুহিন ইউপি সদস্য, মোঃ সাইদুর রহমান সহ এলাকার আরো অনেক ব্যাক্তি বর্গ।
এসময় চেয়ারম্যান কান্না বিজড়িত কন্ঠে বলেন নির্বাচনের সময় আমি মনে মনে চিন্তা করেছিলাম যদি জয়ী হতে পারি ইনশাআল্লাহ আত্র ইউনিয়ন পরিষদে মসজিদ স্থাপন করবো এবং আপনাদের দোয়াতে করেছি ।
আপনারা আমার জন্য ও আমাদের এম,পি মহাদয় ও তার ছেলের জন্য দোয়া করবেন আমরা যেনো আপনাদের পাসে সব সময় থাকতে পারি এবং এরকম ভালোভালো কাজ করে যেতে পারি ।
মসজিদ টি র্নিমান হওয়াতে খুশি ইউনিয়ন পরিষদে আসা জনগণ। তারা বলছেন এর আগে প্রায় অনেক চেয়ারম্যান এলো গেলো কারো মাথায় একরম শুবুদ্ধি আসেনি । এতো সুন্দর একটি কাজ করার জন্য ধন্যবাদ চেয়ারম্যান মহাদয় কে ।