কাতার বাংলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত, কাতারের ম্যাজেস্টিক হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশে প্রবাসী রেমিট্যান্স এর গুরুত্ব শীর্ষক গোলটেবিল আলোচনা, উক্ত গোলটেবিল আলোচনায় অংশগ্রহন করেন, কাতার প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিবর্গ।
কাতার বাংলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতারের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোঃ মাহদী হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম সাইফুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তরের উপদেষ্টা নুরুল আবসার বাবুল। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আকতার জামান মামুন৷ জাতীয় পার্টি কাতারের সভাপতি-হাজী বাসার সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ইস্মাইল হোসেন।
গোলটেবিল বৈঠকে গঠনমূলক বক্তব্য রাখেন ব্যাংকার ও এরাবিয়ান এক্সচেঞ্জ দোহা কাতারের জেনারেল ম্যানেজার নুরুল কবির চৌধুরী ৷অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, জিটিভি দর্শক ফোরাম কাতারের সভাপতি মাহমুদুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ কতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবু,আরটিভি দর্শক প্রথম কাতারের সভাপতি শাহ আলম খান, মধ্যপ্রাচ্য গালস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটের সভাপতি নাজিম খান বাবু সহ- মানবিক ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় সংগঠনের পক্ষ থেকে গঠনমূলক আলোচনা করেন যুগ্ন সাধারন সম্পাদক এম এ সালাম সাংগঠনিক সম্পাদক আমিন বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ রানা, সদস্য এস আলম সবুজ প্রমুখ।