রায়পুরে ১০ টি চোরাই মোবাইলসহ গ্রেফতার-১ 

লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি বিভিন্ন ব্রান্ডের চোরাই এন্ড্রোয়েড মোবাইলসহ চোর মাসুদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) রায়পুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়নের সুলতানিয়া মাদ্রাসার পূর্ব পাশে স্থানীয় আনোয়ার হোসেনের চা দোকানের সামনে হতে মোবাইল চোর মাসুদ বেপারি গ্রেফতার করে পুলিশ। মাসুদ চর বংশি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মৃত সধু মিয়ার ছেলে।

বিভিন্ন ব্রান্ডের চোরাই এন্ড্রোয়েড ফোনের আনুমানিক মূল্য ১,০০,০০০ টাকা

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শিপন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।