চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে সড়ক দূর্ঘটনায় ইমাম হোসেন (০৯) নামক এক শিশু নিহত হয়েছেন।
১২সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টার দিকে ভূজপুর ইউপির জঙ্গলখৈয়া নামক এলাকায় নসিমন টমটম গাড়ি চাঁপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর।
নিহত ইমাম হোসেন ভূজপুর ইউপি’র ৫ নং ওয়ার্ডস্থ জঙ্গলখৈয়া এলাকার মোঃ ইসমাইলের একমাত্র পুত্র সন্তান।
নিহত শিশুটির বাবা ইসমাইল হোসেন জানান, আমার ছেলে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। আমি গেছি গাড়ি চালাতে তার মা গেছে কিস্তি দিতে। ঘটনার কথা শোনা মাত্র আমি এসে দেখি আমার ছেলে আর নাই।
জানা যায়, নসিমন টমটম গাড়িটি অন্য একটি ভটভটি গাড়িকে সাইট দিতে গিয়ে শিশুটিকে চাঁপা দেয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।