হবিগঞ্জ গণ অধিকার পরিষদ পৌরশাখার পুর্নাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশিত!

হবিগঞ্জে গণ অধিকার পরিষদ জেলা শাখার বিশেষ আলোচনা সভায় পৌর সভায় গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটি প্রকাশ করেন!

-কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক সিনিয়র আইন জিবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও সদস্য সচিব আবুল হোসেন জীবন।

সোমবার (১২ সেপ্টেম্বর২২) ইং সন্ধ্যায় শহরের শায়েস্তানগরে গণ অধিকার পরিষদ কার্যালয়ে পৌর কমিটি প্রকাশ করা হয়!

গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও জেলা শাখার সদস্য সচিব আবুল হোসেন জীবন স্বাক্ষরিত আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কে আগামী ৬ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে দেওয়ার নির্দেশ প্রদান করেন।