মোরেলগঞ্জে বিদ্যুৎস্পর্শে দিনমজুর নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জ দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫) নামে এক দিনমজুর বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে জিউধারা ইউনিয়নের সমাদ্দারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ৩ জন সন্তান রয়েছে।

জানা গেছে, দিনমজুর দেলোয়ার হোসেন ঘটনার সময় প্রতিবেশি মোতালেব খানের বাড়িতে নারকেল গাছ পরিস্কার করার জন্য যায়। গাছের সাথে বিদ্যুতের তার জড়িয়ে থাকায় সে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে মারা যায়।

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কেউ এখনো অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।