পূর্ব শত্রুতার জেরে ডিআইইউসাস থেকে বহিষ্কার মশিউর রহমান।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সাহিত্য বিষয়ক সম্পাদক ‘মশিউর রহমান আকাশ’কে সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ০৯-০৯-২২ ইং তারিখে দপ্তর সম্পাদক এর দেওয়া বিবৃতিটিতে বলা হয়েছে, ডিআইইউসাস এর শৃঙ্খলা ভঙ্গ ও অশালীন শব্দ চায়নের দায়ে ‘মশিউর রহমান আকাশ (সাহিত্য বিষয়ক সম্পাদক)’ কে সংগঠন থেকে আজীবন বহিস্কার করা হলো।

এ বিষয়ে মশিউর রহমান আকাশ বলেন- গত ২১আগষ্ট ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন সরকার এর বিরুদ্ধে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের কুতুবুল আলম নামের এক শিক্ষার্থী মিথ্যা অভিযোগ আনলে সেই নিউজ পাবলিশ না করায় এবং পরবর্তীতে বাদী কুতুবুল আলম তার মৌখিক অভিযোগ লিখিত আকারে তুলে নেয়ায় তা নিয়ে নিউজ করতে বলায়- সাংবাদিক সমিতির সভাপতি মূসা মল্লিক, সাধারণ সম্পাদক – মাহমুদুল হাসান, সহ -সভাপতি- ইসমাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক – কাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক -ইব্রাহিম প্রামানিক,দপ্তর সম্পাদক – কাওসার আলী, আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রথমে আমাকে প্রেশার দিয়ে আমাকে অনলাইনের সকল এক্টিভিটি থেকে বের করে দেন। এবং পরবর্তীতে গত ৯-৯-২২ ইং তারিখে মেসেঞ্জারে মেসেজ করে এই বহিস্কার আদেশ দেখান,যেখানে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক এর বদলে- দপ্তর সম্পাদক এর স্বাক্ষর। তারই সাথে কোন প্রকার পাবলিসিটি ও তারা করছেনা। এমন আচরন আমাকে ভাবনায় ফেলছে।