চট্টগ্রামের প্রবাসীদের নিয়ে অত্যন্ত রোমাঞ্চকর ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয়বারে মত কমিউনিটি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে।
FC আদম CTG স্পোর্টিং ক্লাব উপদেষ্টা তৈয়ুব, রহিম, নুরু, তানবিরের যৌথ সহযোগিতায় খেলায় ট্রাইবেকারে বর্তমান চ্যাম্পিয়ন CTG BROTHERS কে ৩-১ গোলে হারিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয় CTG TIGERS টিম।
খেলায় উপস্থিত ছিলেন ওমান প্রবাসী নওশাদ, সুমন জাহেদ এবং খেলার স্পনসর ছিলেন হাম্মদ কালপান আল আস্মি।
খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ নাদের।