অসহায় চা শ্রমিকের চোখ অপারেশনের ব্যাবস্থা করলেন আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী

সম্প্রতি চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময় করার সময় অসহায় মহিলা চা শ্রমিক লাকী দে কথা বলেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে তার চোখের সমস্যার কথা বললে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ডিসিকে চিকিৎসার ব্যবস্থার কথা বললে।

ডিসি এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাদাত আনোয়ার সাদীকে অনুরোধ জানান। এতে অদ্য ২১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় সাদাত আনোয়ার সাদী নিজ অর্থায়নে নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের ভিআইপি কেবিনে উক্ত চা শ্রমিকের উন্নত চিকিৎসার মাধ্যমে অপারেশন সম্পন্ন করেন।

সফল অপারেশন শেষে চা শ্রমিক লাকী দে কে হাসপাতালে দেখতে যান সাদাত আনোয়ার সাদী। এসময় লাকী দে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জালাল হোসেন, আওয়ামী লীগ নেতা কবির, হাসানুল করিম রাসেল, সুমন প্রমুখ।