বগুড়ায় ধারালো বার্মিজ চাকু ও মোটর সাইকেলসহ গ্রেপ্তার-২

বগুড়ায় ধারালো ধারালো বার্মিজ চাকু ও মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে উপশহর পুলিশ ফাড়িঁর একটি টিম। ফাঁড়ির ইনচার্জ ( পুলিশ পরিদর্শক) সুজন মিঞার সার্বিক তত্ত্বাবধানে এসআই জুলহাস উদ্দিন এর নেতৃত্বে এএসআই আফজাল হোসেন এ টি এস আই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স সহ সুলতানগঞ্জ পাড়ার উটের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো বার্মিজ চাকু ও মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলো বৃন্দাবন দক্ষিণ পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আজিম (১৯) ও একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জোবায়ের হোসেন পাপ্পু (২৫)।

 

উপশহর ফাঁড়ি সূত্রে জানা যায়, উক্ত ফাঁড়ি এলাকায় গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া এগারোটার সময় সুলতানগঞ্জ পাড়ার উটের মোড় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করে উপশহর ফাঁড়ি পুলিশ। আসামি আজিম ও জোবায়ের মোটরসাইকেল নিয়ে বৃন্দাবনপাড়া থেকে নামাজগড়ের দিকে যাচ্ছিল এ সময় তারা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপশহর ফাঁড়ি পুলিশ সন্দেহজনক মনে হলে তাদের ধরে ফেলে। এবং তাদের দেহ তল্লাশি করে আসামি আজিমের ডান পকেট থেকে ধারালো বার্মিজ চাকু ও মোটর সাইকেল উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসে।

 

 

এই ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ ( পুলিশ পরিদর্শক) সুজন মিঞার সাথে কথা বললে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা বড় ধরনের কোন অপরাধ কর্মকাণ্ড ঘটানোর জন্য বার্মিজ চাকু সঙ্গে রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯ ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এছাড়াও উক্ত ফাঁড়ি এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপশহর পুলিশ ফাড়িঁর অভিযান অব্যাহত থাকবে।