বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির জন্মদিন পালন

বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিমের ৪৮ তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আফসার খান, সাধারণ সম্পাদক সাইদুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কায়সার হামিদ, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলক চক্রবর্তী, মোবারক হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।