হাফেজ জিন্নাহ ব্লাড ডোনাসের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি অনুষ্ঠিত

গত ২৮ সেপ্টেম্বর অলিয়ে কামেল হযরত হাফেজ জিন্নাহ শাহ( রহঃ) এর বাষিক ওরশ শরীফ উপলক্ষে হাফেজ জিন্নাহ ব্লাড ডোনাস এর উদ্যেগে দুপুর ২টা হইতে বিকাল ৬টা পর্যন্ত বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ ও নামাজ শিক্ষা বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্টানে বিনামূল্যে ৫০ পিস পবিত্র কুরআন শরীফ ২০০ পিস নামাজ শিক্ষা ও ২০০ জনেকে রক্তের গ্রুপ নিণয় করা হয়।

উক্ত অনুষ্টানে হাফেজ জিন্নাহ ব্লাড ডোনাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্লাড ফর লাইফ জীবনের জন্য রক্ত সংগঠনের পরিচালক আবদুর রহমান রাফি, রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ রহিম বাদশা, রক্তের বন্ধনে আমরা সংগঠনের এডমিন মিনহাজ রানা,রকি আহমেদ,ওমর ফারুক,আরফাত মাহমুদ,আদিতা জান্নাত, মোঃ শাহেদ, এস কে ইয়াছিন, জিহাদুল ইসলাম জিকু, মোঃ সাব্বির, ইসমাইল, জিসান, হান্নান, তাহিন, তসলিম, মিশন সিকদার, তুষার,সোহেল তানিম, সহ আরো অনেকে