মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা সমন্বয় পরিষদ ও ১২২ নং বেটারি গলি দামপাড়া শাখার উদ্যোগে গত (৩০ সেপ্টেম্বর) শুক্রবার বাদে আসর হতে জসিম পাটোয়ারীর বাড়ি সম্মুখস্থ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দীন। বক্তারা বলেন, শুধুমাত্র বছরের একটি নির্দিষ্ট দিনেই মিলাদুন্নবী (দঃ) পালনকে সীমাবদ্ধ না রেখে পুরো বছরেই প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রে রাসুল (দঃ) এর আদর্শ পরিপূর্ণভাবে বাস্তবায়ন প্রকৃত রাসূলপ্রেমের পরিচায়ক। আর এজন্যেই কাগতিয়ার গাউছুল আজম প্রতিষ্ঠিত এ দরবারে তার অনুসারীদেরকে পূর্ণাঙ্গ শরীয়ত পালনের পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৈনিক কমপক্ষে সহস্রাধিকবার দরূদ পাঠ, মোরাকাবা ও ফয়েজে কোরআন গ্ৰহনের মাধ্যমে ক্বলবকে জ্যোতির্ময় করে সত্যিকার রাসুলপ্রেম জাগ্রত করে। যা সর্বাগ্রে ব্যক্তিজীবনে রাসুল (দঃ) এর আদর্শ পরিপূর্ণ অনুসরণ-অনুকরণ সুনিশ্চিত করে।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিকুর রহমান, মুহাম্মদ জসিম পাটোয়ারী, শায়ের মুহাম্মদ আলী, মুহাম্মদ আরমান, মুহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ আখতার খান রুবেল, মুহাম্মদ মনজুর মোর্শেদ প্রমুখ।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।