গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল সন্ধ্যা ৭ টায় ছিন্নমূল পথশিশুদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর কেন্টিন চত্বরে কেক কেটে দিবসটি উদযাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদ, মিডিয়া সেলের প্রধান জনাব ইমদাদুল হক তৈয়ব, যুগ্ম সাধারন সম্পাদক জনাব আরমিনা আকতার ও জনাব খোকন মিয়া, দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ড. সোচনা সোভা, মহিলা বিষয়ক সম্পাদক জনাব রাজিয়া সুলতানা জেরিন ও উপ দপ্তর সম্পাদক জনাব আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকলে কেক কেটে পথশিশুদের মাঝে কেক বিতরন করা হয়। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।