কাগতিয়া দরবারে রয়েছে কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন

হাটহাজারীর মধ্য মাদার্শায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং কাগতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর স্মরণে আজিমুশশান এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) আকবরিয়া স্কুল এন্ড কলেজ ভবনে এলাকাবাসীর সহযোগিতায় এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১নং মধ্য মাদার্শা শাখা।

মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরখান।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নাজিম উদ্দীন মিয়াজি, মুহাম্মদ আবদুল আমিন, কে এম মোস্তফা কামাল, হাজী মো. আবুল বশর, মাওলানা মো. জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ শাহাদাত, হাফেজ মনিরুল আমিন, ফজলুল রাব্বী সাহেদ প্রমূখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ ও রাসূল প্রেমিক মোমেন হতে হলে শরীয়তের পাশাপাশি তরিক্বত চর্চা করতে হবে। যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক মনীষী হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর প্রতিষ্ঠিত চট্টগ্রামের কাগতিয়া দরবারে রয়েছে শরীয়ত ও তরিক্বতের অভূতপূর্ব সমন্বয় এবং কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এ দরবারের অনুসারীদেরকে শরীয়তের সকল হুকুম-আহকাম পালনে একনিষ্ঠ করার পাশাপাশি ইসলামী সোনালী ঐতিহ্য তাওয়াজ্জুহ্, মোরাকাবা ও ফয়েজে কুরআনের জ্যোতিতে শুদ্ধকরে উন্নত নৈতিক চরিত্র গঠনের দিকে ধাবিত করা হয়।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।