দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ১২৩৫ টাকা। সে হিসাবে দর কমেছে ৩৫ টাকা।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। আগের মাসে ১২ কেজি এলপিজির মূল্য ১৬ টাকা বাড়ে।