শরীয়তপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

“গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান” এই স্লোগানকে সামনে রেখে ০২ অক্টোবর ( রবিবার)  শরীয়তপুর সদর উপজেলার পৌর অডিটোরিয়ামে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির উদ্যোগে “উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ বিরোধী ও সর্বোপরি একটি অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনাব ইকবাল হোসেন অপু, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০১।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিদিবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সম্মানিত জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ হাসান। এ সময় জেলাপ্রশাসক একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে মানব চেতনায় উদ্বুদ্ধ হতে সকলকে আহ্বান জানান।

সামাজিক সম্প্রীতি সমাবেশ শেষে একটি “সামাজিক সম্প্রীতি শোভাযাত্রা” এর আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

উক্ত সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।