কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩

রাজধানীর কামরাঙ্গীরচরে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচার ছুরিকাঘাতে হাবিবুল বাশার মুন্না (৩৬) নামে এক যুবককে খুন করা হয়েছেন। আহত হয়েছেন তার আপন দুই ভাই সানজিদ (৩০) ও মোরসালিন (৩২)।

০২ অক্টোবর রোববার বিকাল ৫ টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বর্তমানে মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত মোরসালিন ও নিহতের মামা ও আব্দুস সালাম জানিয়েছেন, নিহতের চাচা পলাশ ও তার দুই ছেলে পুলক ও শামীম তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। নিহতের চাচার সঙ্গে বিরোধের জেরে দুপক্ষের ঝগড়া হয়। একপর্যায় পলাশ ও তার ছেলে পুলক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করেন তাদের। পরে আহত হাবিবুল বাশার মুন্নার ঢামেকে মৃত্যু হয়।

কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ ঢামেক মর্গে রয়েছে। আহত দুই ভাই সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।