বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের আগেই বিদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে সুযোগ পেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী
বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। শরিফুল ইসলামের সাথে বাংলাদেশের ফার্স্ট বোলিংয়ে অন্যতম ভরসার নাম ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের মাঝপথেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন মৃত্যুঞ্জয়। তবে দলের সেরা ফাস্ট বোলারকে হারিয়েও সাকিব, শরিফুল, রকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
শরিফুল ইসলাম এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা সদস্য। তিন ফরম্যাটেই খেলছেন তিনি। এছাড়াও ওই দল থেকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী। তবে তারা দুইজন এখনো জাতীয় দলের স্থায়ী হতে পারেনি শরিফুলের মত।
পারভেজ হোসেন এমন এক ম্যাচে সুযোগ পেলেও বাদ পড়েছেন। অন্যদিকে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলে এখনো সুযোগ না হলেও ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে সুযোগ পেয়েছেন তিনি।
গত বিপিএলেই চট্টগ্রামে হয়ে বল হাতে আলো ছড়িয়ে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দ ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশে এ দলের অন্যতম সেরা সদস্য মৃত্যুঞ্জয়। নিয়মিত পারফরম্যান্স করায় প্রথমবারের মতো টি-টেন ক্রিকেট লিগে দল পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
টি টেন ক্রিকেট লিগের বাংলাদেশী ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে সুযোগ পেয়েছেন তিনি। তিনি ছড়াও এই দলে রয়েছেন সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব। যে কারণে একাদশে সুযোগ পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে মৃত্যুঞ্জয় চৌধুরীর।
বাংলা টাইগার্স স্কোয়াড : সাকিব আল হাসান (আইকন), মোহাম্মদ আমির, শ্রীশান্ত, এভিন লুইস, কলিন মুনরো, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেনি হাওয়েল, বেন কাটিং, মাথিশা পাথিরানা, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রোহান মুস্তাফা, চিরাগ সুরি, উমাইর আলি, ড্যান ক্রিশ্চিয়ান ও জ্যাক বল।