আজ ঘোষণা হবে নোবেল বিজয়ীদের নাম

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে। সেই হিসেবে আজ থেকে শুরু হচ্ছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এ বছর ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে নোবেল ফাউন্ডেশন।