ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ সমিতি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন আকাশকে সভাপতি এবং সমাজকল্যাণ বলেন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ আরিফকে সাধারণ সম্পাদক মনোনীত করে নব এই কমিটির ঘোষণা করা হয়।
সোমবার(৩ অক্টোবর) সংগঠনের উপদেষ্টা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪০ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে অন্যান্যরা হলেন: সহ-সভাপতি আব্দুল্লাহ আল আজমির, শহিদ জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আরমানুল করিম, সাংগঠনিক সম্পাদক মশিউর খান বাপ্পি, সালমান ওয়াহিদ, সামি আল সাদ আওন, হামজা মোহাম্মদ নুর, ইমরুল হাসান, নুরুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন হাসান, গিয়াস উদ্দিন, সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক আতাহার মাসুম, উপ-দপ্তর সম্পাদক মুবিনুল হক, অর্থ সম্পাদক ফরহাদ মুন্না, সহ-অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন, আবু শরিফ, প্রচার সম্পাদক আরফানুল ইসলাম রিফাত, সহ প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম, সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম ফরহাদ, সহ-সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইমরান, মিডিয়া সম্পাদক রাগিব হাসান মিরাজ, সহ-মিডিয়া সম্পাদক শিহাব সাহরার হিমেল, আইন সম্পাদক সারমন সানওয়ার জিনান, সহ-আইন সম্পাদক এস.এইচ সাদ্দাম, ক্রীড়া সম্পাদক জোরশেদুল করিম, সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তৌসিফ, মোহাম্মদ আব্দুল্লাহ, ধর্ম সম্পাদক আল মাহমুদ, সহ-ধর্ম সম্পাদক মোহাম্মদ শহিদ, সাংস্কৃতিক সম্পাদক জিহাদুল করিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক শরফুদ্দিন সাফিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফ্রান্সিস ডি ফ্লুরেন্স, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইনারা হক নিলুফা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস।