লক্ষ্মীপুরে বাংলাদেশ ইউ,পি মেম্বার এসোসিয়েশনের মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন (বি,ইউ,পি,এম,এ) লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে জেলার সকল মেম্বারদের উপস্থিতিতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর লক্ষ্মীপুরস্থ ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা মেম্বার এসোসিয়েশনের আহ্বায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন লিকা, জেলা মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিটন মেম্বার, বশির হাওলাদার, রফিকুল ইসলাম রবিন মেম্বার, দিলীপ দাস ও জেলা কমিটির সদস্য মেম্বার নাছিমা আক্তারসহ অনেকে।

অনুষ্ঠানে জেলা মেম্বারদের পক্ষে আহ্বায়ক রিয়াজ উদ্দিন মেম্বার দেশের সকল মেম্বারদের সম্মানি ভাতা বৃদ্ধিসহ ১১দফা দাবি পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ তৃনমূল মানুষের প্রাণ। আমি লক্ষ্মীপুর জেলার ৬৯৬ জন মেম্বারকে আজ থেকে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং তাদের যেকোন সুবিধা অসুবিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেব।

সভায় সমাপনী বক্তব্য শেষে লক্ষ্মীপুর জেলাধীন ৫টি উপজেলায় নবগঠিত কমিটির অনুমোদন শেষে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘোষণা করেন জেলা কমিটির আহ্বায়ক রিয়াজ উদ্দিন মেম্বার।