গত মাসে আবুধাবিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। টুর্নামেন্টের ফাইনালে উঠেই ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। টানা পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নারী দল।
গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছর ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠবে বিশ্বকাপের। গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষরা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আগামী ১২ ফেব্রুয়ারি কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ও ২১ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
গ্রুপ-১: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা
গ্রুপ-২: ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।