১৪ নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন

৪ অক্টোবর নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউপি তে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ইউপির সকল মন্দির পরিদর্শন করার জন্য বিশাল মোটর সাইকেল র‍্যালি নিয়ে বের হন ইউপি চেয়ারম্যান এস,এম গোলাম আজম সহ সকল ইউপি সদস্য ।

প্রতি বছরের ন্যায় এ বছরেও নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুরের ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব পালিত। এ বছর ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৯ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে।

কোনো মন্দিরে যেন কোন রকম বিঘ্ন না ঘটে সে জন্য লক্ষ্য রাখছেন ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্যগণ। প্রতিটি মন্দির পরিদর্শন শেষে মন্দিরের সভাপতিকে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন ইউপি চেয়ারম্যান এস,এম গোলাম আজম।

আত্র ইউনিয়নে ৯টি মন্দির পরিদর্শন করার কথা থাকলেও আবহাওয়া খারাপ এজন্য সবকয়টি মন্দিরে যাওয়া সম্ভব হয়নি । শুধু মাত্র ৪ টি মন্দির পরিদর্শন করেছেন চেয়ারম্যান ।

এ সময় চেয়ারম্যান বলেন আজ আবহাওয়া খারাপ এজন্য সব কয়টি মন্দিরে যাওয়া সম্ভব হলো না আমরা আগামী কাল আবার বের হবো এবং যে কয়টি মন্দির বাকী আছে পরিদর্শন করবো ।