চট্টগ্রাম ফটিকছড়িতে ভূমিদস্যু এক সিন্ডিকেট থেকে কবরস্থান রক্ষা করতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
গত (৩ অক্টোবর) সোমবার সকালে উপজেলা সংলগ্ন ফটিকছড়ি পৌরসভা ৫নং ওয়ার্ডে প্রায় ৪৭শতক ভাঙ্গাদিঘীর পাড় নামক কবরস্থান নিয়ে এ মানববন্ধন করে ভাঙ্গাদিঘীর পাড় এলাকার স্থানীয় সহ আশপাশের জনতা।
এসময় বক্তব্য রাখেন- স্থানীয় শফিউল আজম দুলাল, ছবির মো.চৌধুরী বাড়ির মো. হাসান, স্থানীয় মো.জামাল, মো.মুন্সি মিয়া, মো.শফি, মো.সালাউদ্দিন, আবু তাহের, মো.মামুন, মো. জাহাঙ্গীর, মো. আবুল কাশেম, মো.আবুল বশর, মো.মানিক, মো.হেলাল উদ্দিন, মো. হারুন, মো. আলমগীর প্রমুখ।
তারা বলেন-বিগত দেড়শো- দু’শ বছর ধরে এ কবরস্থানে আমাদের পূর্ব পুরুষদের কবর দেয়া হয়েছে। উপজেলার কোন কর্মকর্তা-কর্মচারী মারা গেলে বাড়ি নেয়া সম্ভব না হলে এ কবরস্থানে কবর দেয়া হয়েছে। সম্প্রতি একটি ভূমিদস্যু সিন্ডিকেট কবরস্থানের জায়গা দখল করে কবরের উপর রাস্তা করার পাঁয়তারা শুরু করেছে। আমাদের শেষ স্থান এ কবরস্থান, এটি নিয়ে আমরা কোন ধরনের ষড়যন্ত্র সহ্য করবো না। তাদের দাবী- “কবরস্থান যেন আগের মতই সর্বসাধারণের ব্যবহারের জন্য থাকবে এবং কবরস্থানের উপর জায়গা দখল করে কোন ধরনের রাস্তা করা যাবেনা”। মানববন্ধন পূর্বে রাস্তার পাশে ইট দিয়ে কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে দেয়াল দেয় স্থানীয়র। পরে, এসিল্যান্ড এসে নিষেধ করলে কাজ বন্ধ করে দেয়া হয়।
এ ব্যাপারে ছবির মো. চৌধুরী বাড়ির বাসীন্দা মো.আপেল চৌধুরী আরফান জানান- এ কবরস্থান সহ আশপাশের প্রায় তিন কিলোমিটার জায়গার মালিক ছিল ছবির মো.চৌধুরী পরিবার। অতীতে এ জায়গা গুলো আমাদের পূর্ব পুরুষেরা দান করে গেছেন। কবরস্থানে আমাদের একটি সাইনবোর্ড ছিল সেটি ভূমিদস্যুরা প্রায় ভেঙে পেলেছে।
জানা যায়, আর এস দাগ অনুযায়ী এ কবরস্থানের ৪৭শতক জায়গার মালিক রাউজান সুলতান পুর আব্দুল আলীর চৌধুরী’র ছেলে হেদায়েত আলী চৌধুরী। তবে বিএস দাগ অনুযায়ী এ জায়গা খাস।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন- খাস জমি দখল করা যাবে না। দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।