৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় জাতির সিরিজ। বুধবার এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাকিব আল হাসান না থাকায় সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ছিলেন বাবর আজম এবং নিউজিল্যান্ডের ছিলেন কেন উইলিয়ামসন।
টাইগারদের সিরিজের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা।
নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ।