ফটিকছড়িস্থ পাঁচপুকুরিয়ার সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের আয়োজনে ঐকান্তিক প্রচেষ্টায় মাতৃ বন্দনা অনুষ্ঠান ৫ অক্টোবর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মায়ের ছেলের হাতের হাতে শাড়ি বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা)-এর সহসভাপতি মাস্টার মিলন নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সদস্য সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, স্বপন চক্রবর্ত্তী, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা)-এর সভাপতি মাস্টার আর্শীষ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক বরুণ কুমার আচার্য, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা)-এর সভাপতি সুজিত চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সাগর দে, সহসভাপতি উজ্জ্বল দে, রাজু দে, রোসাংগিরি জয়রাম সংঘের সভাপতি প্রভাস কুমার দে, সহসভাপতি রণজিত চৌধুরী, শিমুল সরকার, টিটু পাল, পাঁচপুকুরিয়া ইউনিয়নের মহিলা সদস্য শারমিন আকতার (রেখা)।