জগন্নাথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শেষে পরবর্তী দুই বছরের জন্য গত ৩০ সেপ্টেম্বর অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষনা করা হয়।
মোঃ মুস্তাফিজুর রহমান মিলন ও ইমরান খানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এস.এম সোহেলকে সভাপতি ও শেখ ফয়সাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ও ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এ কমিটির ঘোষণা আসে।
নবনির্বাচিত সভাপতি এস. এস সোহেল বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে বর্তমান এবং সাবেক স্টুডেন্টদের মধ্যে একটি সেতুবন্ধন। অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বিভিন্ন দুস্থ স্টুডেন্টডের সাহায্য ও সহোযোগিতা করা, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের উন্নয়ন ও এই অ্যাসোসিয়েশনকে সব যায়গায় স্বীকৃতি দেওয়ার জন্যেও কাজ করার ইচ্ছা আছে আমার।
তিনি সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির পাশাপাশি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন মানবসেবায় কাজ করে যাচ্ছেন।