হারের গোলকধাঁধায় বাংলাদেশ

সেই চির চেনা পরিবেশ। হারের বৃত্তেই আটকে থাকল বাংলাদেশ। পারেনি হারের জাল ছিন্ন করে জয় উপহার দিতে।ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে হেরেছে ২১ রানে। তবে এই হারে আছে সান্ত্বনার প্রলেপ। পাকিস্তানের কাছে হারলেও সহজে ছেড়ে কথা বলেনি। জয়ের আবহ তৈরি করতে না পারলেও লড়াই করেছে। পাকিস্তানের ৫ উইকেটে করা ১৬৭ রানের পেছনে ছুটে বাংলাদেশ যেতে পেরেছে ৮ উইকেটে ১৪৬ রানে।

তিন জাতির টি-টোয়েন্টি আসরে এটি ছিল প্রথম ম্যাচ। স্বাগতিক নিউজিল্যান্ড মাঠে নামবে আগামীকাল ৮ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের পরের ম্যাচ ৯ অক্টোবর রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে। ডাবল লিগ পদ্ধতিরে আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল ১৪ অক্টোবর খেলবে ফাইনাল।

স্কোরবোর্ডঃ
পাকিস্তানঃ ১৬৭/ ৫ ( রিজওয়ান ৭৮* মাসুদ ৩১)
বাংলাদেশঃ ১৪৬/৮ (ইয়াসির ৪২* লিটন ৩৫)