ব্রিটিশ আমলে নির্মিত হালদা নদীর উপর নাজিরহাট পুরাতন ব্রিজটি বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছে।
সরেজমিনে দেখা যায় ব্রিজের মাঝখানের নিম্নাংশে ধেবে গেছে। এই ঝুকি নিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত ছাত্র ছাত্রী, ব্যবসায়িক প্রয়োজনে ফটিছড়ি-হাটহাজারীর জনগণ চলাচল করছে। দ্রুত এই ব্রীজ নির্মানের বিকল্প নেই।
৭অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল ঐতিহ্যবাহী ও কালের সাক্ষী এই ব্রিজটি পরিদর্শন করেছেন।
পরিদর্শণ শেষে তিনি বলেন-‘সওজের সাথে যোগাযোগ করেছি, শুনেছি ব্রীজটি হাটহাজারী ও ফটিকছড়ি সংসদীয় আসনের মাঝ বরাবর হওয়ায় কেউ একক দায়িত্ব নিচ্ছেন না। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোন অভাব নাই, কয়েক বছর আগে ফিজিবিলিটি স্টাডি করার পর আবারো থমকে যায় নির্মাণ কাজ। এবার এর শেষ দেখবো ইনশাল্লাহ।” এসময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানীদের চলাচল বাধাগ্রস্থ করতে এখানে বোমা মেরেছিল সে সময় থেকে এখনও নাকি সংষ্কার করা হয় নি।”