চট্রগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারায় হালদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আনাছ (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে তিন বন্ধু ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে গড়দুয়ারা ১নং ওয়ার্ড এলাকায় নিখোঁজ হয় সে।
সে গড়দুয়ারা ৭নং ওয়ার্ড হাজী দুলামিয়া সারাং বাড়ীর প্রবাসী আবু তাহেরের পুত্র।
পৌরসভার এগারো মাইল শাহ অলিউল্লাহ (রহ.) ইসলমী মাদরাসার কিতাব বিভাগের ছাত্র সে। সন্ধ্যার পর থেকে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালায় প্রায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়নি তারা।
ফায়ার সার্ভিস বলছে, পানির স্রোতের কারনে উদ্ধার তৎপরতা ব্যাঘাত ঘটছে। তবে রাত নয়টার পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় তারা।
সকালে আগ্রাবাদ থেকে ডুবুরি দল এলে আবারো উদ্ধার অভিযান চালিয়ে যায় নতুন এই ডুবুরি দল তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজের মামা আরমান জানান, বিকেলে ঘুরতে এসে বন্ধুদের সাথে গোসল করকে নেমে নিখোঁজ হয় হালদা নদীতে। দীর্ঘ সময় পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি তার ভাগিনাকে।
হাটহাজারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কমকর্তা মো. শাহজাহান জানান, ৯৯৯ নং কল পেয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের সাতার জানা একটি টিম হালদা নদীতে উদ্ধার অভিযান চালায়। রাত হয়ে যাওয়া ও স্রোতের কারনে উদ্ধার করা সম্ভব হয়নি দীর্ঘ চেষ্টা চালিয়েও। তবে ভোরে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে ডুবুরি দলের একটি টিম এসে উদ্ধার অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে শতভাগ চেষ্টা চালিয়ে যাব। বন্ধুদের সাথে ফুটবল খেলে গোসল করতে নেমে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার বলেন, মাদ্রাসা শিক্ষার্থী গোসল করতে নেমে বিকেলে নিখোঁজ হয়।মাগরিবের পর খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। দীর্ঘক্ষণ চেষ্টা করেছে উদ্ধার কর্মীরা। আমি সহ গড়দুয়ারাবাসী এই দুর্ঘটনার জন্য খুব মর্মাহত ও শোকাহত।