ফ্রান্সে তীব্র জ্বালানি সংকট বিপাকে জনজীবন

ফ্রান্সে তীব্র জ্বালানি সংকট বিপাকে জনজীবন

এবার তীব্র জ্বালানি সংকটের মুখে পড়ে বিপাকে রয়েছে ফ্রান্সের জনজীবন।

এরই মধ্যে জ্বালানির অভাবে দেশটির বহু পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

দেখা যায় এসব স্টেশনগুলোর বাইরে দীর্ঘ গাড়ির সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেট্রোল পাচ্ছেন না সাধারণ মানুষ।

দেশটির কর্তৃপক্ষের দাবি জ্বালানি শোধনাগারের কর্মীদের ধর্মঘটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, দেশটির শতকরা ১৫ শতাংশ পেট্রোল স্টেশনই ধর্মঘটের কারণে জ্বালানি সংকটে ভুগছে।

সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রাজধানী প্যারিসে।

এদিকে আতঙ্কে অনেকেই স্টেশনগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। তারা বলছে, দেশটিতে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।