সূর্যগিরি আশ্রম সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যাগে মহা অষ্টমীর ধর্মীয় আলাচনা সভা

মহা অষ্টমীগে ফটিকছড়ির ঐতিহ্যবাহী সূর্যগিরি আশ্রম পূজা উদ্যাপন পর্ষদর উদ্যাগে ধর্মীয় আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের সভাপতি ডা. সুশীল কান্তি আচার্যেরর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এত স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক কৃষ্ণাকলি আচার্য। সমগ্র অনুষ্ঠানর সঞ্চালনায় ছিলন উপদেষ্টা রতন কুমার আচার্য, সাংস্কৃতিকতিক সম্পাদক সংগীতা শীল ও পন্ডিত তরুণ কুমার আচার্য।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক উপদেষ্টা এড. তপন কান্তি দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্যাবেল চেয়ারম্যান গৌতম সেবকক বড়ুয়া। বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষক সুমিত বড়ুয়া, বাগীশিক উত্তর যেলা সংসদের সাবেক সভাপতি অমতলাল দে, বর্তমান সভাপতি শুভাশীষ চৌধুলী, সাধারণ সম্পাদক শিবু কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক নিকু শীল, অর্থ সম্পাদক পরিমল দাশ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ছোট দাশ, সহ-প্রকাশনা সম্পাদক উজ্জ্বল ভৌমিক, নির্বাহী সদস্য স্বপন সাহা, বাসু চধুরী, ফটিকছড়ি সংসদের সভাপতি সুমন কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ সৈকত, দপ্তর সম্পাদক ছাটন নাথ। শুভেছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য। এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিমল সূত্রধর, বিধান বণিক, সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক বিমল দাশ, সমন্বয়ক আদশ শীল, ঝুটু শীল, সানারাম আচার্য, রনধীর শীল, রুবল শীল, শাভা শীল, তুষার শীল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক ছাত্রছাত্রী ও তিন শতাধিক দর্শনার্থী উপস্থিত ছিলেন।