বাংলাদেশেও ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক ভক্ত। সেটা হয়তো আমরা জানি, কিন্তু পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ফুটবলার কি জানেন? যদি বলি, জানেন। কী, কপালে অবিশ্বাসের ভাঁজ পড়ল! কথা কিন্তু সত্য। শুধু জানেন বললে ভুল হবে, রীতিমতো বাংলাদেশকে ভালোও বাসেন এই পর্তুগিজ তারকা।
আর্জেন্টিনার লিওনেল মেসি বাংলাদেশে এসেছেন, ফুটবলও খেলেছেন। কিন্তু রোনালদো তো কখনো আসেননি। তারপরও তিনি বাংলাদেশি ভক্তদের খোঁজ রাখেন। জানালেন বাংলাদেশি তরুণ রায়হান। রায়হানের পুরো নাম ইসমাইল হোসেন। কর্মসূত্রে থাকেন পর্তুগালের রাজধানী লিসবনে। সেখানকার নামকরা রেস্তোরাঁ স্তুপেন্দ বিচে শেফ হিসেবে কাজ করেন। গত ১৩ সেপ্টেম্বর সদলবল সেই রেস্তোরাঁয় খেতে এসেছিলেন রোনালদো। দলবল মানে সবান্ধব, সপরিবার। খেতে খেতে প্রিয় শিল্পীর গান শোনেন এই ফুটবলার।