ছুটিতে বাড়িতে গিয়ে নিজ বাসায় ঘুমের মধ্যেই মারা গেলেন শিহাব (২১) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্র। শনিবার (৮ অক্টোবর) নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে মৃত পাওয়া যায়। রোববার (৯ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় মসজিদে শিহাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শিহাব রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।