বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে -ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‌ দুর্নীতি-লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র, তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ চালাচ্ছে। জনজীবনে দুর্ভোগ মোকাবিলা, বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে। রাজাকাররা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, নিত্যপণ্যের নির্দিষ্ট দাম সরবরাহ রাখতে, বৈশ্বিক সংকট ও বিপর্যস্ত দেশীয় অর্থনীতি রক্ষা ও বিকাশে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের আগেই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত মোকাবিলার পন্থা নির্ধারণ করতে হবে।

৮ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় তিনিএসব কথা বলেন। জাসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ ববির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আকতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভাগের আট জেলা থেকে আগত নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ইনু বলেন,যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ৫০ বছরে স্বাধীন বাংলাদেশ এগিয়ে গেলেও এখনও বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনও সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। রাজাকার ও বিএনপি-জামায়াত চক্র অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত অব্যাহত রেখেছে, এখনও তারা মীমাংসিত বিষয় অমীমাংসিত করতে চায়। তাই তাদের শক্ত হাতে দমন করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সরকার উৎখাত আন্দোলন ও জনজীবনের সংকট মোকাবিলায় তাদের হাতে জাদুর কাঠি নেই। তারা রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্ররা অস্বাভাবিক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত রুখে দিতে হবে। ১৯৭৫ সালের পর সামরিক সরকার গঠন করে জিয়া এদেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকারদের ক্ষমতায় বসিয়েছে। তাদের দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।