ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬ নং ষোলশহর শাখার উদ্যোগে গত (৯ অক্টোবর) রবিবার বাদে মাগরিব হতে বায়েজিদস্থ আরেফিন নগর কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাচ্ছেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা হাফেজ আল আমিন। বক্তারা বলেন,আজকের যুবকরা প্রিয় নবীজি (দঃ)’র অনুসরণ-অনুকরণ বাদ দিয়ে দুনিয়াবী স্বার্থের জন্য ভ্রান্ত মতবাদের পিছনে ছুটছে। নবীজির সুন্নাত বাদ দিয়ে আচার-আচরণে, লেবাসে-পোষাকে ইহুদী-নাছারাদের পদাংক অনুসরণ করছে। যার ফলে মুসলিম যুবকদের ঈমানী শক্তি দিন দিন লোপ পাচ্ছে। আর পরিবারে, সমাজে, দেশে শান্তির বিলুপ্তি ঘটছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মুসলিম যুবকদেরকে আল্লাহ ও রাসূলের ভালবাসা অন্তরে নিয়ে নবীজির পদাংক অনুসরণ করতে হবে, সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। এ ক্ষেত্রে এমন একজন নায়েবে নবী, খলিফায়ে রাসূল (দঃ) এর ছোহবত গ্রহণ করা আবশ্যক, যিনি তাওয়াজ্জুহ এর মাধ্যমে যুব সমাজের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। তাদেরকে রূহানী বলে বলীয়ান করতে পারেন।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা বশির উদ্দিন, মাওলানা শফিউল আলম, মুহাম্মাদ জসিম উদ্দিন পাটোয়ারী,শায়ের সাইফুদ্দিন, শায়ের আলী, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।