নতুন বছরে পুঁজিবাজারের জন্য একটি সুখবর নিয়ে আসছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। বহুল প্রতিক্ষিত এটিবি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে আগামী ৪ জানুয়ারি চালু হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু করার জন্য প্রস্তুত আছে। কোনো সিকিউরিটিজ বা বন্ড তালিকাভুক্ত হলেই এটিবি চালু করবে সিএসই। বেশ কয়েকটি সিকিউরিটিজ তালিকাভুক্ত হওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে সিএসই সূত্রে জানা গেছে।
বিএসইসি ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ১৮টি কোম্পানিকে এটিবিতে স্থানান্তর করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু, প্রস্তুত না থাকায় ওটিসির কোনো কোম্পানির শেয়ার এটিবি উদ্বোধনের সময় লেনদেনে অংশ নিচ্ছে না। তবে, ওটিসির বাইরে দুয়েকটি প্রতিষ্ঠানের বন্ড ও শেয়ার নিয়ে আপাতত লেনদেন শুরু করবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজ ১০ শতাংশ শেয়ার ছেড়ে এটিবিতে তালিকাভুক্ত হয়েছে। এছাড়া, প্রাণ অ্যাগ্রোর বন্ড এটিবিতে তালিকাভুক্তির জন্য পাইপলাইনে আছে। উদ্বোধনের আগে আজকালের মধ্যে বন্ড তালিকাভুক্ত হবে বলে জানা গেছে। অর্থাৎ উদ্বোধনের আগে ইক্যুয়িটি এবং ডেট সিকিউরিটিজ এটিবিতে তালিকাভুক্ত হবে। তবে, এটিবি চালু হওয়ার পর ধীরে ধীরে এই বোর্ডে কোম্পানিগুলোর শেয়ার ও বন্ড তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করবে।
এটিবি গঠন করা হয়েছে মূল বাজারের বিকল্প হিসেবে। সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে উদ্যোক্তা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজারে। এটিবিতে বিনিয়োগকারী যেকোনো রকম পরিমাণ লেনদেন করতে পারবেন। সরাসরি তালিকাভুক্তির মতো যেসব কোম্পানি বিকল্প বাজারে তালিকাভুক্ত হবে, সেসব প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে। প্রথম দুই দিন সার্কিট ব্রেকার থাকবে ৪ শতাংশ। কোম্পানি দর বাড়া বা কমার ক্ষেত্রে ৫ শতাংশ নিয়মিত সার্কিট ব্রেকার থাকবে। কারসাজি বন্ধ করতে মার্জিন ঋণ বন্ধ থাকবে এই বাজারে।
সংশ্লিষ্টরা বলছেন, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হলে নতুন নতুন প্রডাক্ট আসবে বাজারে। এতে বাজারের বৈচিত্র্য বাড়বে। পুঁজিবাজারে নতুন নতুন বিনিয়োগকারীরা আসবে।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) আগামী ৪ জানুয়ারি উদ্বোধন করব। আমরা অনেক ধরনের প্রডাক্ট নিয়ে আসছি। এখন সবাই অংশগ্রহণ করলেই বাজার ঠিক হয়ে যাবে, যা কঠিন কিছু না। শুধু অংশগ্রহণ করা দরকার। আমাদের ক্যাপিটাল মার্কেটে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে বৈশ্বিক, যা ঠিক হওয়ার পথে।
এটিবির লেনদেন শুরুর লক্ষ্যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সিকিউরিটিজ হাউজ প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের নিয়ে নানা সচেতনতামূলক কর্মশালা করেছে ডিএসই।
এ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেছেন, আগামী ৪ জানুয়ারি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড উদ্বোধন করা হবে। এর আগেই ইক্যুয়িটি ও ডেট সিকিউরিটিজ তালিকাভুক্ত হয়ে লেনদেনের জন্য প্রস্তুত থাকবে। এটিবি উদ্বোধনের মাধ্যমে ডিএসই একটি নতুন মাইলফলক স্থাপন করবে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২২ সালের আগস্ট মাসে‘এটিবি প্লাটফর্ম রেগুলেশন’ অনুমোদন দেয়।