পরীমণি বললেন ‘রাজ প্রাক্তন’, রাজ বললেন, ‘সারা রাত ঘুমাইনি’

রাজ-পরীর সংসারে ভাঙনের সুর। বিষয়টি নিয়ে পরীমণি গত দুদিন ধরে একাই কথা বলে যাচ্ছেন। অনেক চেষ্টা করেও শরীফুল রাজকে পাওয়া যাচ্ছে না। তিনি ফোন রিসিভ করছেন না। মুখে কুলুপ এঁটেছেন।

এ দিকে গণমাধ্যমে কয়েক সেকেন্ডের বক্তব্যে রাজ বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে এসবের কিছুই আমি জানি না, জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমানোর চেষ্টা করছি।’

এদিকে পরীমনি তার স্ট্যাটাসে গায়ে হাত তোলা এবং সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন: ‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল। … রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’