এক রাতে রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। রোববার দেশটির সামরিক বাহিনী এ দাবি করেছে।
কিয়েভ জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ-১৩৬ যুদ্ধ ড্রোন। এগুলোকে ‘কামিকাজ’ ড্রোন বলা হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক টুইটারে বলেছেন, ‘নতুন বছরের প্রথম দিকে রাশিয়া চুপিসারে ও কাপুরুষতার সাথে ইউক্রেন আক্রমণ করেছিল। কিন্তু পুতিন এখনও বুঝতে পারছেন না যে ইউক্রেনীয়রা লোহার তৈরি।’
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া নববর্ষের প্রাক্কালে ইউক্রেনকে লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।