ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
রোববার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন সাদ মো. আব্দুর রশিদ নামের এক ব্যক্তি। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বিষযটি নিশ্চিত করেন।
এদিকে, গতকাল রোববার রাতে বিএনপি কার্যালয় থেকে পাঠানো বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়ে আব্দুস সাত্তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে, আব্দুস সাত্তারকে বহিষ্কার করার আগে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। যদিও কোনও সূত্র থেকেই এ সংবাদের সত্যতা পাওয়া যায়নি।
দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার। তার পদত্যাগের কারণে আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আব্দুস সাত্তার ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৫ বারের এমপি ছিলেন।