রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জাহানারা বেগম (৭৪) নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়।
জাহানারা বেগম রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার মরহুম মুজিবুল ইসলামের স্ত্রী। গত ১৯ ডিসেম্বর রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
এরপর থেকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, ওই বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।