শরীয়তপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বরিশাল থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো: সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্সটি একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় এম্বুল্যান্সের সম্মুখভাগ ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- দৈনিক নবচেতনা’র ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডি বুলেটিনের প্রতিনিধি মাসুদ রানা (৪০), স্বাস্থ্যকর্মী পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), পটুয়াখালির বাউফল উপজেলার আনারসিয়া গ্রামের আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), খুলনার দীঘলিয়ার ৬নং ওয়ার্ডের চন্দনিমহল গ্রামের কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) ও গাড়িচালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)।

তাদের মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়েছে।