পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে শত বছরের প্রাচীন শ্রীশ্রী বুড়া কালী মন্দিরে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধলঘাটের নন্দরখিল এলাকার একটি পথের ধারে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বলেন, স্থানীয় এক যুবকের থেকে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই। এসব স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় ছিল।
দেখে মনে হচ্ছে এগুলো কেউ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল।
তিনি আরও বলেন, প্রতিমার মুকুট দেখে শনাক্ত করেছি। কতটুকু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে যাচাই-বাছাইয়ের পর বলা যাবে। উদ্ধার স্বর্ণালংকার পুলিশের হেফাজতে আছে।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে চোরেরা। তারা মন্দিরের দেবীর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দান বাক্সের সব টাকা লুট করে নিয়ে যায়।