বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আবদুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২২)।
হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে হেফজুল অটোরিকশায় নন্দীগ্রাম সদর থেকে যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তিনি কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা নাটোরগামী পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক হেফজুলসহ তিনজন নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।