মিরেশ্বরাই উপজেলার বিএনপি নেতৃবৃন্দের জামিন বাতিল ও গোলাম আকবর খোন্দকার কতৃক মুক্তি দাবী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ,সাবেক রাষ্ট্রদূত, সাবেক সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে মিরসরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত গায়েবি মামলায় হাইকোটের জামিন বাতিল করে কারাগার প্রেরণ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে জামিন বাতিল করে কারাগারে প্রেরিত নেতৃবৃন্দ
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী,মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী , মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল , মিরসরাই উপজেলা বিএনপির সদস্য মাঈনউদ্দিন মাহমুদ . গিয়াস উদ্দীন. বারৈয়াহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈনুদ্দিন লিটন, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরেশ্বরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ , মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল , মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহমদ এর সকল মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করে কারাগারে থেকে মুক্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, নেতৃবৃন্দের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে, গ্রেফতার করে ও জামিন বাতিল করে গনতন্ত্রের আন্দোলন স্তব্ধ করা যাবে না।