৩২ হাজার কোটি টাকা ঋণ দেবে দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশকে ৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩২ হাজার কোটি টাকা) ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এ অর্থ দেওয়া হবে। ঋণ পরিশোধের সময়কাল হবে ১৫ বছর, গ্রেস পিরিয়ডসহ ৪০ বছর। বার্ষিক সুদের হার হবে ০.০১ থেকে ০.০৫ শতাংশ।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের ৫৬তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
কোরিয়ার অর্থনীতি ও অর্থ বিভাগের প্রথম উপমন্ত্রী কিসুন বাং এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান চুক্তিতে সই করেন।
ঢাকা এমআরটি লাইন-৪, সিএনজিচালিত বাস ক্রয় এবং রেলওয়ে সিগন্যালিং সিস্টেমের আধুনিকীকরণ ইডিসিএফ লোন এগ্রিমেন্ট বিষয়ে সমঝোতা স্মারক সই করেছেন দুই দেশের প্রতিনিধিরা।