বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা।
বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থার মহাপরিচালক এ ঘোষণা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা মহামারি অবসানের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা মহামারির কারণে বিশ্বে ৬৯ লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস, ‘গতকাল, জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে এবং আমাকে আন্তর্জাতিক উদ্বেগের জরুরি জনস্বাস্থ্য অবস্থার অবসান ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। তাই আমি অত্যন্ত আশার সাথে আমি বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করছি।’
২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি প্রথম কোভিড-১৯ কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে। সংস্থার এই ঘোষণা আন্তর্জাতিক মনোযোগ এবং টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহযোগিতা করে।