শিল্পরত্ন গাওহার সিরাজ জামিলের সহযোগিতায় দোকান দিলেন অসহায় জালাল আবেদিন

শিল্পরত্ন ও মানবিক শিল্পপতি ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিলের আর্থিক সহযোগিতায় রাশান এম কে ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ির কিরাম এলাকায় দোকান দিলেন জালাল আবেদিন নামে এক লোক।

উল্লেখ্য “ফোর এইচ গ্রুপ” প্রতিবছর “রাশান এম কে ফাউন্ডেশন” এর মাধ্যমে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদসামগ্রী বিতরণ এবং হতদরিদ্রদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন ।

সহযোগিতা পেয়ে জালাল আবেদীন দৈনিক ঊনসত্তরকে বলেন, আমি খুব কষ্টে জীবন যাপন করছি তবে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি এবং সৎ ভাবে থাকার চেষ্টা করি । হয়তো এই সততার পুরস্কার হিসেবে ফোর এইচ গ্রুপ এবং রাশান এম কে ফাউন্ডেশন আমার পাশে দাঁড়িয়েছে । আশা করি আজ থেকে আমার পরিবারের দুঃখ কষ্ট মোচন হবে ।
রাশান এম কে ফাউন্ডেশন এর পক্ষ থেকে দৈনিক ঊনসত্তরকে জানানো হয়, আগামী বছর আশা করি আমরা “ফোর এইচ গ্রুপ”এর মাধ্যমে ২টি অসহায় পরিবারকে দুধের গরু প্রদান করার চেষ্টা করব।