ওয়ান-ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি : কাদের

‘বিএনপি আসলে ২০০১ সাল এবং ওয়ান-ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৭ মে) বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র ও বৈশিষ্ট্য ছিল, সেটার সম্পূর্ণ বিরোধী অবস্থানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে জেতানোর নিশ্চয়তা দিতে পারবে, এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তারা।